কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ইংল্যান্ড ও ওয়েলসে কমেছে খ্রিষ্টান, বেড়েছে মুসলিম

post title will place here

ব্রিটেন এবং ওয়েলসে ধীরে ধীরে সংখ্যালঘুতে পরিণত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ব্রিটেনের আদমশুমারির তথ্যে বহুসংস্কৃতির দেশটিতে ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তনের কথা বলা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে প্রথমবারের মতো মোট জনসংখ্যার শতকরা ৫০ ভাগেরও কম অর্থাৎ অর্ধেকের নিচে নেমে এসেছে খ্রিষ্টানদের সংখ্যা। অন্যদিকে বৃদ্ধি পেয়েছে মুসলিম ও হিন্দুদের সংখ্যা। সেনসাস ২০২১-এ এই তথ্য প্রকাশ করা হয়েছে। ২০২১ সালে ইংল্যান্ড ও ওয়েলসের শতকরা ৪৬.২ ভাগ মানুষ অর্থাৎ ২ কোটি ৭৫ লাখ মানুষ নিজেদেরকে খ্রিষ্টান হিসেবে পরিচয় দিয়েছেন। ২০১১ সালে এই হার ছিল শতকরা ৫৯.৩ ভাগ বা ৩ কোটি ৩৩ লাখ। অর্থাৎ এ সময়ে খ্রিষ্টানদের সংখ্যা কমেছে শতকরা ১৩.১ ভাগ। অন্যদিকে মুসলিমদের সংখ্যা ২০১১ সালে ছিল শতকরা ৪.৯ ভাগ। ১০ বছর সময়ে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬.৫ ভাগ। অর্থাৎ ২০১১ সালে মুসলিমদের মোট সংখ্যা ছিল ২৭ লাখ আর ১০ বছরে বৃদ্ধি পেয়ে তা বর্তমানে হয়েছে ৩৯ লাখ।

 

Magazine