কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ‘স্মার্ট সু’

দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নির্বিঘ্ন করতে স্মার্ট সু (জুতা) তৈরি করলেন অস্ট্রিয়ার একদল উদ্যোক্তা। বিশেষ এই জুতায় এমন সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে সামনে কোনো বাধা দেখলেই এটি সংকেত দেবে ব্যবহারকারীকে। ফলে কারো সহায়তা ছাড়াই নিরাপদে চলাফেরা করতে পারবেন দৃষ্টি প্রতিবন্ধীরা। প্রযুক্তি প্রতিষ্ঠান টেক-ইনোভেশন উদ্ভাবন করেছে ‘ইনোমেক’ নামের এই স্মার্ট সু। আল্ট্রাসাউন্ড সিস্টেমের মাধ্যমে বিপদের সংকেত পৌঁছায় ইনোমেক স্মার্ট সু। অন্তত তিন মিটার দূরত্বে কোনো বাধা থাকলে সংকেত দিতে সক্ষম এই জুতা। বার্তা দেয় ভাইব্রেট করে কিংবা স্মার্টফোনের মাধ্যমে। জুতাটিতে অভিনব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জুতার সামনের দিকে আছে আল্ট্রাসাউন্ড সেন্সর। যা সামনের বাধা অতিক্রম করতে কত সময় লাগবে তা বুঝতে পারে। অর্থাৎ হাতের ছড়িটি যে বিপদ কাটাতে পারে না, তা পারে ইনোমেক।

Magazine