কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বিজেপির সাংস্কৃতিক আগ্রাসন

post title will place here

(১) ঐতিহাসিক আলিগড় শহরের নাম হবে হরিগড় : ভারতে বিজেপি শাসিত উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাশ করা হয়। এতে সকল কাউন্সিলর সর্বসম্মতভাবে সমর্থন জানান। তারা বলেন, ‘আমাদের পুরনো সভ্যতা, সংস্কৃতি ও সনাতন ধর্মের ঐতিহ্য আছে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই দাবি আসছিল’। খুব শীঘ্রই আলিগড়, হরিগড় নামে পরিচিত হবে বলেও মন্তব্য করেন আলিগড় পৌর কর্পোরেশনের মেয়র প্রশান্ত সিঙ্ঘল। উল্লেখ্য যে, এর আগেও বিজেপি শাসিত উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের আমলে ইলাহাবাদের নাম বদল করে প্রয়াগরাজ করা হয়। একই সময়ে ফৈজাবাদকে অযোধ্যা, মুঘলসরাই রেলওয়ে স্টেশনকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, গোরখপুরের উর্দূ বাজারকে হিন্দি বাজার, হুমায়ুনপুর থেকে হনুমান নগর, আলিপুরকে আর্য নগর করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আলিগড়ের নাম বদল করে হরিগড় করার প্রস্তাব পাশ করা হয়েছে।

(২) উত্তরপ্রদেশে হালাল ট্যাগযুক্ত সব ধরনের খাদ্য ও পণ্য নিষিদ্ধ : গত ১৯ নভেম্বর, ২০২৩ খ্রি. এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতের উত্তরপ্রদেশে হালাল ট্যাগযুক্ত সকল ধরনের খাবার ও পণ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার ওই দিন থেকে হালাল ট্যাগযুক্ত সকল পণ্য নিষিদ্ধ করেছে। রাজ্য সরকার বলেছে, হালাল ট্যাগযুক্ত খাদ্য পণ্যের উৎপাদন, সংরক্ষণ, বিতরণ এবং বিক্রয় অবিলম্বে নিষিদ্ধ করা হয়েছে। তবে রপ্তানির জন্য যে হালাল খাবার উৎপাদন করা হয়ে থাকে, সেটির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না। উত্তর প্রদেশ সরকারের নির্দেশনায় বলা হয়েছে, রাজ্যে অবিলম্বে সকল ধরনের হালাল খাবার উৎপাদন, সংগ্রহ, বণ্টন ও বিক্রির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। যদি কেউ এই আদেশ অমান্য করে হালাল খাদ্যপণ্য উৎপাদন বা বিক্রি করেন এবং হালাল সার্টিফায়েড ওষুধ, মেডিকেল ডিভাইস বা কসমেটিক্স বিক্রি করেন, তবে ওই ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


Magazine