কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মুসলিম বিশ্বের বাণিজ্যকেন্দ্র হচ্ছে মক্কা-মদীনা

post title will place here

মুসলিম বিশ্বের আকর্ষণের কেন্দ্র পবিত্র শহর মক্কা ও মদীনাকে ইসলামী বিশ্বের আর্থিক ও ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নিয়েছে সঊদী আরব। এই লক্ষ্যে সঊদী আরবের তিনটি অর্থনৈতিক সংস্থা একসঙ্গে অংশীদারিত্ব করছে। মক্কা চেম্বার অফ কমার্স, মদীনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইসলামিক চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারাল, ইসলামী সহায়তা সংস্থা (ওআইসি)-এর ৫৭ সদস্য দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মক্কা ও মদীনা দুই পবিত্র শহরকে ইসলামী বিশ্বের আকর্ষণের কেন্দ্রে পরিণত করতে এবং মক্কা ও মদীনার পবিত্র মর্যাদাকে বিশ্বব্যাপী ব্যবহার করা এবং এই দুটি শহরকে ব্যবসায়িক কার্যকলাপের কেন্দ্রে রূপান্তর করা। মক্কা চেম্বার অব কমার্স ও মদীনা চেম্বার অব কমার্স জানিয়েছে, চুক্তিটি ভিশন ২০৩০-এর লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ইসলামী মূল্যবোধের প্রচারে পবিত্র এই দুই শহরের ভূমিকা তুলে ধরবে।

 

Magazine