কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড

৪ জুন দিবাগত রাত সাড়ে ৯টায় চট্রগ্রাম নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বিএম ডিপো নামের এক বেসরকারি কন্টেইনার টার্মিনালে আগুন লাগে। পরে রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে এবং বহু হতাহতের ঘটনা ঘটে। পরে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ডিপোতে আমদানি-রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার ছিল। খবর পেয়ে আগুন নেভাতে যায় ফায়ার সার্ভিস। পরবর্তী সময়ে অন্য কনটেইনারের বিস্ফোরণে গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের অনেক কর্মী। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে (পরবর্তীতে সংখ্যা বাড়তে পারে)। আহত হয়েছেন ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ, ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


Magazine