কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বয়কটের কারণে ব্যবসায় ধস, ২২৫ রেস্তোরাঁ বিক্রি

post title will place here

বয়কটের কারণে বড় ধরনের ক্ষতির মুখে ম্যাকডোনাল্ড’স। শন্তিপ্রিয় মানুষ দখলদারদের বিরুদ্ধে শক্তির লড়াইয়ে না পারলেও সেই দেশের পণ্য বয়কট করতে পেরেছে। আর এতে দখলদার দেশ ইসরাঈল বেশ বেকায়দায় পড়েছে। এরকম এক ঘটনার সাক্ষী মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরাঈলী ফাস্ট ফুড চেইনশপ। ইতোমধ্যে সেখানকার শান্তিপ্রিয় মানুষের বয়কটের কারণে একের পর এক রেস্তোরাঁ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। জানা যায়, বিখ্যাত মার্কিন ফাস্ট ফুড চেইনশপ ম্যাকডোনাল্ড’স ইসরাঈলে থাকা তাদের সব রেস্তোরাঁ অ্যালোনিয়াল লিমিটেড থেকে ফের কিনে নিচ্ছে। ৩০ বছর ধরে অ্যালোনিয়ালই ইসরাঈলে ম্যাকডোনাল্ড’সের রেস্তোরাঁগুলো পরিচালনা করে আসছিল। গত ৭ অক্টোবর ইসরাঈল–হামাস যুদ্ধ শুরুর পর ইসরাঈলী যোদ্ধাদের জন্য বিনামূল্যে খাবার বিতরণের ঘোষণা করে ফাস্ট ফুডের জন্য বিখ্যাত ম্যাকডোনাল্ড’‌স। এতে বিভিন্ন দেশে ম্যাকডোনাল্ড’‌স বয়কট শুরু হয়। বিশেষ করে ম্যাকডোনাল্ড’স বয়কটের ডাক পড়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তানসহ বেশ কিছু দেশ ম্যাকডোনাল্ড’সের সাথে দূরত্বের কথা জানিয়ে বিবৃতিও দেয়। বর্তমানে এই পরিস্থিতিতে ম্যাকডোনাল্ড’‌স জানায়, তারা ইসরাঈলের ফ্র্যাঞ্চাইজি আলোনিয়ালের কাছ থেকে তাদের সব রেস্তোরাঁ কিনে নেবে। ম্যাকডোনাল্ড’‌স জানায়, আমেরিকার বাইরে তাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি করেছে এই বয়কট।


Magazine