কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আফগানিস্তানে ব্যাপক উন্নয়ন

post title will place here

আফগানিস্তানে মার্কিন সামরিক জোটের পতনের পর, দুই বছর পূর্বে ২০২১ সালের আগস্ট মাসে তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করে। সে সময় দেশটি বৈশ্বিক অর্থব্যবস্থা থেকে একরকম ছিটকে পড়ে। পশ্চিমা মিত্রদেশগুলো থেকে একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে। যুক্তরাষ্ট্র কূটকৌশল করে দেশটির ৯৫০ কোটি মার্কিন ডলার রিজার্ভ জব্দ করে। তন্মধ্যে ৩৫০ কোটি ডলার ছেড়ে দিতে চাইলেও পরে বিভিন্ন অজুহাত দেখিয়ে তা স্থগিত করে। এহেন পরিস্থিতিতে আফগানির মুদ্রা মান পড়ে যাওয়ার কথা; কিন্তু তা ঘটেনি। চলতি ত্রৈমাসিকে দেশটির মুদ্রা আফগানির দর বেড়েছে ৯ শতাংশ। সব মিলিয়ে এই বছর আফগানির দর বেড়েছে ১৪ শতাংশ। ফলে চলতি বছরে বিশ্বের যে সব দেশের মুদ্রার দর সবচেয়ে বেশি বেড়েছে, তাতে আফগানির অবস্থান তৃতীয়। এর আগে আছে কলাম্বিয়া ও শ্রীলঙ্কার মুদ্রা। আফগানিস্তানের হাতে নগদ অর্থের অপ্রতুলতা থাকলেও তাদের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা রয়েছে। শুধু লিথিয়াম যে পরিমাণে আছে তার বর্তমান বাজার মূল্য তিন ট্রিলিয়ন (তিন কোটি মার্কিন ডলার)। তালেবান সরকার প্রাকৃতিক সম্পদ লৌহ, আকরিক ও স্বর্ণ এবং তেল উত্তোলনের জন্য চীনা, ব্রিটিশ ও তুর্কির নানা কোম্পানির সাথে ৬৫০ কোটি মার্কিন ডলারের চুক্তি করে। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নানা অভাবনীয় উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দেয়।


Magazine