আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২ ও ৩ মার্চ, বৃহস্পতিবার ও শুক্রবার : আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ‘সালাফী কনফারেন্স-২০২৩’ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অন্তর্গত বীরহাটাব-হাটাবে অবস্থিত আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহর সুবিশাল মাঠে সফলভাবে অনুষ্ঠিত হয়, ফালিল্লাহিল হাম্দ। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭ম বার্ষিক সালাফী কনফারেন্সে বিপুল সংখ্যক দ্বীনদরদী মুসলিম ভাই-বোনেরা কনফারেন্সে উপস্থিত হন।
১ম দিন বাদ আছর আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ-এর ছাত্র মাহদীর কুরআন তেলাওয়াত ও তার সাথীদের বাংলা ও ইংরেজি অনুবাদের মাধ্যমে কনফারেন্সের কার্যক্রম শুরু হয়। ইসলামী নাশীদ পরিবেশন করে আবূ বকর ছিদ্দীক ও সহশিল্পীবৃন্দ। কনফারেন্সে উদ্বোধনী ভাষণ পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ।
সালাফী কনফারেন্সে ১ম দিন পূর্বনির্ধারিত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, ড. লোকমান হোসেন, ড. মুহাম্মাদ সাইফুল্লাহ, শায়খ আব্দুল কাদের মাদানী (ভারত), শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, ড. আহসানুল্লাহ বিন সানাউল্লাহ, ব্রাদার রাহুল হোসেন প্রমুখ।
১ম দিন প্রধান অতিথির বক্তব্য পেশ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এছাড়াও প্রথম দিন বাদ এশা আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর বালিকা শাখার ছাত্রীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়। উক্ত উনুষ্ঠানে ছাত্রীদের শিক্ষণীয়, মননশীল উপস্থাপনায় উপস্থিত শ্রোতামণ্ডলী মুগ্ধ হন।
সালাফী কনফারেন্স ২০২৩-এর ২য় দিন বাদ ফজর ৮ম শ্রেণির ছাত্র আবূ বকর-এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকালের অধিবেশন শুরু হয়। দারসে কুরআন পেশ করেন শায়খ আব্দুর নূর মাদানী এবং দারসে হাদীছ পেশ করেন ড. রেজাউল করীম মাদানী। এরপর ৬০ মিনিটে কুরআন শিক্ষার উপর একটি চমৎকার সেশন উপহার দেন জামি‘আহর নূরানী বিভাগের প্রধান দায়িত্বশীল আমীনুল ইসলাম।
এরপর চলে সকলের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব ‘আপনার জিজ্ঞাসা’। এ পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল বারী বিন সোলায়মান ও সাইদুর রহমান এবং ফৎওয়া প্রদান করেন শায়খ ইউসুফ মাদানী, শায়খ সাঈদুর রহমান রিয়াদী, আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, আব্দুল কাদের মাদানী, হাসান আল-বান্নাহ মাদানী প্রমুখ। জুমআর খুৎবা পেশ ও ইমামতি করেন কনফারেন্স-এর সভাপতি শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ।
২য় দিন বাদ আছর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কনফারেন্সের কার্যক্রম পুনরায় শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ-এর ছাত্র আবূ বকর আর ইসলামী নাশীদ পরিবেশন করেন যাকারিয়া ইসলাম ও সহশিল্পীবৃন্দ।
এদিন পূর্বনির্ধারিত বিষয়বস্তুর উপর বক্তব্য পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, শায়খ হাশেম মাদানী (ভারত), আকরামুযযামান বিন আব্দুস সালাম, ড. আবূ বকর মুহাম্মাদ যাকারিয়া, ড. ইমাম হুসাইন, শায়খ মুহাম্মাদ ইউসুফ মাদানী (ভারত), ড. আব্দুল বাছীর, আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক, মাহমুদ বিন কাসিম, হাসান আল-বান্নাহ মাদানী (ভারত), শায়খ আব্দুস সামাদ মাদানী, আব্দুল্লাহ মাহমুদ, ইসরাফিল বিন তমিজউদ্দিন প্রমুখ।
কনফারেন্সের ২য় দিন জামি‘আহর বালক শাখার ছাত্রদের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বাংলা, আরবী ও ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ও সাবলীল পরিবেশনা উপস্থিত শ্রোতামণ্ডলীকে চমৎকৃত করে। শ্রোতারা মুগ্ধ হয়ে উপভোগ করেন তাদের পরিবেশনা।
সালাফী কনফরেন্স-২০২২-এ বিভিন্ন পর্যায়ে সঞ্চালকের দায়িত্ব পালন করেন শায়খ আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী, আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, আব্দুল বারী বিন সোলায়মান, সাঈদুর রহমান প্রমুখ।
সমাপনী বক্তব্য : কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দ্বীনী ভাইদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য প্রদান করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। তিনি সকল শ্রোতামণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। উপস্থিত শ্রোতামণ্ডলী, দেশ ও জাতির জন্য প্রতিপালকের নিকট প্রার্থনা করে এবং বৈঠক শেষের দু‘আ পাঠের মাধ্যমে ৭ম বার্ষিক সালাফী কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।
ইতিছাম পাঠ প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণী : গত ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে ‘মাসিক আল-ইতিছাম পাঠ প্রতিযোগিতা-২০২২’ অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ২ লক্ষ টাকার মোট ১৬৫টি পুরস্কার ঘোষণা করা হয়। সালাফী কনফারেন্স-২০২৩ এর ২য় দিন বাদ এশা পূর্বঘোষণা অনুযায়ী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ১ম পুরস্কার বিজয়ী হন মেহজাবিন রহমান মুমু (ময়মনসিংহ)। গোলাম কিবরিয়া (নওগাঁ) ২য় এবং মুহাম্মদ আকবর হোসেন (ঢাকা) ৩য় স্থান অধিকার করেন। এরপর যথাক্রমে আব্দুল আজিজ (চাঁপাই নবাবগঞ্জ), মোস্তফা কামাল (কুষ্টিয়া), মাহমুদুর রহমান (মাদারীপুর), জামিল (টাঙ্গাইল), নাহিদ (ঢাকা), মোস্তাকিম (কিশোরগঞ্জ), রাজিউল ইসলাম (টাঙ্গাইল), কাবির আহমাদ (সিলেট), মাহমুদুল হাসান (গাইবান্ধা), মোহাম্মদ জোবাইদ (ঢাকা), আব্দুল্লাহ খান (জামালপুর), হাবিবুল বাশার (ঠাকুরগাও) প্রমুখ পুরস্কার লাভ করেন। এ তালিকায় উল্লিখিত বিজয়ীসহ সর্বমোট ১৬৫ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
২০২২ সালের শ্রেষ্ঠ এজেন্ট সম্মাননা প্রদান : মাসিক আল-ইতিছামের প্রচার, প্রসার ও বিপণনে অগ্রণী ভূমিকা রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ এজেন্ট সম্মাননা-২০২২ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- জিয়াউল হক (গোবিন্দগঞ্জ, গাইবান্ধা), মহিউদ্দীন খোকন (তুরাগ, ঢাকা), শরোবর বিপণি (দিনাজপুর সদর), মামুন তালুকদার (মিরপুর, ঢাকা) ও আব্দুর হামিদ (কোনাবাড়ি, গাজীপুর)।