কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

জার্মানির কোলন শহরে প্রথম আযান

জার্মানির কোলন শহরের মসজিদ থেকে প্রথমবারের মতো আযান দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের সঙ্গে দীর্ঘ ২ বছর ধরে মুসলিমদের আইনি লড়াইয়ের পর অবশেষে মাইকে আযান প্রচারের অনুমতি দেওয়া হয়েছে। কোলন শহরের সেন্ট্রাল মসজিদ থেকে মুয়াযযিনের আযানের মাধ্যমে শহরের ১ লক্ষ মুসলিম বাসিন্দাকে ছালাতের আহ্বান জানানো হয়। জার্মানির চতুর্থ বৃহত্তম এই শহরের কর্তৃপক্ষ শুধু জুমআর ছালাতে আযানের অনুমতি দিয়েছিল। কিন্তু এখন থেকে তারা ৫ ওয়াক্তই আযানের সুর শুনতে পাবেন। উল্লেখ্য, জার্মানির জনসংখ্যার প্রায় ৬ শতাংশ মুসলিম। দেশটিতে ৫০ লক্ষেরও বেশি মুসলিম বাস করেন।


Magazine