কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

এশিয়াতে ৪৩ শতাংশ মানুষ সুষম আহার পায় না

খাদ্য ও কৃষি সংস্থার (FAO) রিপোর্ট বলছে, এশিয়া মহাদেশে ৪৩ শতাংশ মানুষ সুষম আহার পায় না। সেখানে শুধু ভারতে সুষম আহার থেকে বঞ্চিত ৭১ শতাংশ মানুষ। ভারতের ৯৭ কোটি মানুষ সুষম খাদ্য জোগাড় করতে অপরাগ। অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ৭১ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে পারেন না। সম্প্রতি এমনই তথ্য দিয়েছে ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (FAO)। তাদের রিপোর্ট বলছে, ২০২০ সালে বিশ্বব্যাপী ৩০৭ কোটি মানুষের সুষম খাবার জোগাড়ের সামর্থ্য ছিল না। বর্তমানে বিশ্বব্যাপী ৪২ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত। দেশের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা নেপালের। সে দেশের ৮৪ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে অপরাগ। এর পরে রয়েছে পাকিস্তান (৮৩.৫ শতাংশ), আফ্রিকা (৮০ শতাংশ), বাংলাদেশ (৭৩.৫ শতাংশ) এবং ভারত (৭০.৫ শতাংশ)।

Magazine