কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সাড়ে চার মাসেই কুরআনের হাফেয

প্রাথমিক বিদ্যালয়ে ভালো ফলাফল ধরে রাখার সাথে সাথে হাফিযিয়া মাদরাসায় অধ্যয়ন করে মাত্র সাড়ে চার মাসেই হাফেয হওয়ার কৃতিত্ব দেখালো আব্দুল আউয়াল নামের ৯ বছরের এক শিশু। ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ জামালুল কুারআন হাফিযিয়া মাদরাসা থেকে এই কৃতিত্বের স্বাক্ষর রাখে। গত সমাপনি পরীক্ষায় সে সকল বিষয়ে শতভাগ নম্বর পাওয়ার কৃতিত্ব দেখিয়েছে। শিশু থেকেই তার মেধার পরিচয় পাওয়া যায়।


Magazine