কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বাংলাদেশ তুরস্ককে দক্ষ পারমাণবিক কর্মী দিচ্ছে

post title will place here

তুরস্কের নির্মাণাধীন আকুইউ পারমানবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিচ্ছে। এটা নির্মাণ করছে রাশিয়ার অন্যতম স্বনামধন্য হোল্ডিং কোম্পানি টিটান-২ এর সিস্টার কোম্পানি টিএসএম। টিএসএম এনার্জি তুরস্কের একটি স্বনামধন্য নির্মাণ কোম্পানি যাদের নির্মোণে প্রতিষ্ঠিত হবে তুরস্কের ১০ ভাগ বিদ্যুতের চাহিদা পূরণকারী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে এই কোম্পানিটি আদানা এলাকার মার্সিন শহরের নিকটে ভূমধ্যসাগর তীরবর্তী আকুইউ নামক স্থানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ, মিশর, হাংগেরি ও রাশিয়ায় নির্মাণ কাজে নিয়োজিত আছে। টিএসএম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকর্মী হিসেবে বিভিন্ন পেশায় বাংলাদেশ থেকে ১৫২২ জন দক্ষ জনশক্তি বাছাই, আমদানি ও নিয়োগকৃত কর্মীদের ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিতের জন্য টিএসএম এনার্জি এবং দুবাইয়ের নির্মাণ কোম্পানি ‘নুর-আত্ব-তিন বিল্ডিং কনস্ট্রাক্টিং এলএলসি’-এর মাঝে দীর্ঘ মেয়াদী এক চুক্তি সম্পাদিত হয় এবং ১৫২২ জন বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষ কর্মী যোগান কার্যাদেশ নূর আত্ব-তীনকে দেওয়া হয়।


Magazine