কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আত্মপ্রকাশ করল বিশ্বের প্রথম উড়ন্ত বাইক

জাপানের স্টার্ট আপ সংস্থা তৈরি করল বিশ্বের প্রথম উড়ন্ত বাইক। যার নাম এক্সটারেসমো হোভারবাইক (Xturismo Hoverbike)। বাইকটির ওজন ৩০০ কেজি, ৪০ মিনিটের জন্য এ বাইক আকাশে উড়তে পারে। ঘণ্টায় ৬২ মাইল পর্যন্ত গতিতে যাওয়ার ক্ষমতা রয়েছে এ হোভারবাইকের। জাপানি স্টার্টআপ সংস্থা এরউইন্স (Aerwins) তৈরি করেছে এ বাইক। এটি ইতোমধ্যেই জাপানে বিক্রি হচ্ছে। কালো, লাল ও নীল রঙে পাওয়া যাচ্ছে এই বাইক যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৭ লাখ ৭০ হাজার ডলার। তবে ৫০ হাজার ডলার মূল্যে আরেকটি ছোট হোভারবাইক আনারও পরিকল্পনা করা হচ্ছে। এই বাইকের ৬টি পাখা রয়েছে। সামনে ও পিছনে ২টি বড় পাখা রয়েছে, যা বাইকটিকে উড়তে ও নিয়ন্ত্রিত হতে সাহায্য করে। ৪টি পেট্রল ইঞ্জিন বাইকটিকে পরিচালিত করে।


Magazine