জাপানের স্টার্ট আপ সংস্থা তৈরি করল বিশ্বের প্রথম উড়ন্ত বাইক। যার নাম এক্সটারেসমো হোভারবাইক (Xturismo Hoverbike)। বাইকটির ওজন ৩০০ কেজি, ৪০ মিনিটের জন্য এ বাইক আকাশে উড়তে পারে। ঘণ্টায় ৬২ মাইল পর্যন্ত গতিতে যাওয়ার ক্ষমতা রয়েছে এ হোভারবাইকের। জাপানি স্টার্টআপ সংস্থা এরউইন্স (Aerwins) তৈরি করেছে এ বাইক। এটি ইতোমধ্যেই জাপানে বিক্রি হচ্ছে। কালো, লাল ও নীল রঙে পাওয়া যাচ্ছে এই বাইক যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৭ লাখ ৭০ হাজার ডলার। তবে ৫০ হাজার ডলার মূল্যে আরেকটি ছোট হোভারবাইক আনারও পরিকল্পনা করা হচ্ছে। এই বাইকের ৬টি পাখা রয়েছে। সামনে ও পিছনে ২টি বড় পাখা রয়েছে, যা বাইকটিকে উড়তে ও নিয়ন্ত্রিত হতে সাহায্য করে। ৪টি পেট্রল ইঞ্জিন বাইকটিকে পরিচালিত করে।