সাংহাই থিয়েটার অ্যাকাডেমিতে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে ডক্টরাল শিক্ষার্থী হিসেবে জায়গা পেয়েছে সুয়ে বা-০১ নামের রোবটটি। ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ২০২৫ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে।
রোবটটির নির্মাতা সাংহাই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ও ড্রয়েডঅ্যাপ প্রতিষ্ঠাতা লি লিংতু এবং নকশাকারী সাংহাই থিয়েটার অ্যাকাডেমির অধ্যাপক ইয়াং ছিংছিং। ২০২১ সালে শুরু হওয়া প্রকল্পটির মূল লক্ষ্য হলো এমন এক পারফর্মার তৈরি করা, যে মানুষের আবেগ বুঝে দর্শকের সামনে আবেগপূর্ণ অভিনয় উপস্থাপন করতে পারবে।
চার বছরের এই প্রোগ্রামে রোবটটি অভিনয়শৈলী, মানবিক আবেগ, কগনিটিভ মডেলিংসহ নানা বিষয়ে প্রশিক্ষণ নেবে। ক্লাসে অংশগ্রহণ ও গবেষণার পাশাপাশি রোবটটি নাট্যকলার তত্ত্বও শিখবে। গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারফর্মিং আর্টস সংযুক্ত নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।