অর্থনীতিতে ধীরগতি, কোম্পানিগুলোর প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধিসহ নানা কারণে আগামী পাঁচ বছরের মধ্যে বড় তোলপাড় ঘটতে চলেছে বৈশ্বিক চাকরির বাজারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEE) অনুসন্ধান বলছে, ২০২৭ সালের মধ্যে চাকরি বাজারে নতুন ৬ কোটি ৯০ লাখ পদ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। একই সময়ে বিলুপ্ত হবে ৮ কোটি ৩০ লাখ পদের চাকরি। এর ফলে নিট ১ কোটি ৪০ লাখ চাকরি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে, যা বর্তমান কর্মসংস্থানের দুই শতাংশের সমান। বিশ্বব্যাপী আট শতাধিক কোম্পানির ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে বৈশ্বিক সংস্থাটি। ডব্লিউইএফ বলছে, আগামী পাঁচ বছরে বিভিন্ন কারণে শ্রমবাজারে তোলপাড় ঘটতে চলেছে। নতুন কর্মসংস্থান সৃষ্টির পেছনে শক্তিশালী ইঞ্জিন হিসেবে কাজ করবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় স্থানান্তর। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি ও উচ্চ মূল্যস্ফীতি চাকরিতে লোকসানের কারণ হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার ইতিবাচক ও নেতিবাচক উভয় পথেই প্রভাব ফেলবে। কিছু ক্ষেত্রে মানুষের জায়গা নিয়ে নেবে রোবট।