কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু করল চীন!

চিকিৎসা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের পথে হাঁটল চীন। সম্প্রতি তারা চালু করেছে বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত হাসপাতাল, যেখানে নেই কোনো ডাক্তার, নার্স বা টেকনিশিয়ান—সবই পরিচালিত হচ্ছে ভার্চুয়াল এআই চিকিৎসকের মাধ্যমে। প্রাথমিকভাবে ১৪ জন এআই ডাক্তার এখানে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে রোগ নির্ণয়, ওষুধ প্রদান ও ফলোআপ পরিচালনা করছে। ৩০ লাখের বেশি ভার্চুয়াল রোগীর তথ্য দিয়ে প্রশিক্ষিত এই প্রযুক্তি রোগ নির্ণয়ে ৯৩.৬% ও চিকিৎসা সফলতায় ৯৮% পর্যন্ত নির্ভুলতা দেখাচ্ছে। চিকিৎসক সংকট ও হাসপাতালের চাপে জর্জরিত বিশ্বে এই ব্যবস্থা সময়, খরচ ও জনসেবায় বড় পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, এআই-ভিত্তিক স্বাস্থ্য প্রযুক্তি, ব্লকচেইন ও ক্রিপ্টো টোকেনের ক্ষেত্রেও এটি নতুন দিগন্ত খুলে দিচ্ছে। চীনের এই পদক্ষেপ ভবিষ্যতের হাসপাতালের চেহারা আমূল বদলে দিতে চলেছে।


Magazine