কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

রামাযানে বিনা লাভে পণ্য বিক্রি করেছেন ওমর ফারুক

post title will place here

সারা বিশ্বে মুসলিম দেশগুলোতে রামাযান মাস এলে সকল পণ্যের দাম কমে; বাড়ে শুধু বাংলাদেশে। রামাযান এলেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চক্র নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কৃষক, শ্রমিকসহ নিম্ন ও মধ্য আয়ের মানুষের কষ্টে দিনযাপন করতে হয়। এসব মানুষের কথা চিন্তা করে রামাযান মাসে লাভ ছাড়াই নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করেছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর বাজারের আবদুল্লাহ ভ্যারাইটিজ স্টোরের মালিক ওমর ফারুক নামে এক মুদি দোকানদার। এ মাসে তিনি দোকানের ১২টি পণ্য বিক্রি করছেন বিনা লাভে। ছোলা, চিড়া, চিনি, আখের গুড়, বেসন, মুড়ি, সয়াবিন তেল, লাচ্ছা সেমাই, খোলা সেমাই, কনডেন্স মিল্ক ও খেজুর। এসব পণ্যের মূল্য তালিকা তিনি তার দোকানে সাঁটিয়ে দিয়েছেন। মূল্য তালিকা দেখে কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষ হাসিমুখে পণ্য ক্রয় করছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক সুজন কাজী তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


Magazine