কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ভারতে চলছে হিন্দুত্বকরণ প্রক্রিয়া

post title will place here

ধরাকে সরা জ্ঞান করছে কট্টর হিন্দুত্ববাদীরা। অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় নির্মিত হলো রাম মন্দির। এবার তারা চাইছে দেশের সব প্রান্ত গেরুয়া রঙে রাঙিয়ে দিতে। সেন্ট্রাল দিল্লির ঐতিহাসিক বাবর রোডের নাম এবার পাল্টে অযোধ্যা মার্গ রাখতে চাইছে কট্টরবাদীরা। সেই উদ্দেশ্যে বাবর রোডের একটি সাইনবোর্ড বিকৃত করেছে গেরুয়াপন্থী সংগঠন হিন্দু সেনা। এই গেরুয়া সংগঠনের কর্মীরা বাবর রোড লেখা সাইনবোর্ডের উপর অযোধ্যা মার্গ লেখা একটি কাগজ সাঁটিয়ে দেয়। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে এই ন্যক্কারজনক কাণ্ডের পর গা ঢাকা দেয়নি দুষ্কৃতিরা। বরং হিন্দু সেনার পক্ষ থেকে জোর গলায় দাবি করা হয়েছে, তারা এটাই চায়। হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্তা বলেন, তাদের সংগঠন দীর্ঘদিন ধরে বাবর রোডের নাম পরিবর্তনের জন্য দাবি করে আসছে। বিজেপি–আরএসএস নেতারা বারবার গণতন্ত্রের ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার হুমকি দিয়েছে। কট্টর হিন্দুত্ববাদীরা তাদের নেতাদের দেখানো স্বপ্নে বুঁদ হয়েই এমন কাজ করছে বলে মনে করছে অনেকে। হিন্দু সেনা সংগঠনকে সামনে রেখে কাজ করছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার। গত ১০ বছরে দফায় দফায় এভাবে নাম পরিবর্তনের খেলায় মেতেছে তারা। ইসলামের অনেক ঐতিহ্যবাহী স্থাপনা ও স্থানের নাম পরিবর্তনের মধ্য দিয়ে ইতিহাস ও সংস্কৃতিকে মুছে ফেলার নগ্ন চেষ্টায় লিপ্ত তারা। কখনও মুঘল ইতিহাস মুছে গেছে বই থেকে কখনও বা মুঘলসরাই জাংশন বদলে হয়েছে দীন দয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন।


Magazine