কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ভারত-পাকিস্তানের চেয়ে ‘সুখী’ বাংলাদেশ

জাতিসংঘের টেকসই উন্নয়ন নেটওয়ার্কের করা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এবার বাংলাদেশের উন্নতি হয়েছে। ১০৮তম স্থান থেকে ২০২১ সালের ‘হ্যাপিনেস র‌্যাংকিংয়ে’ বাংলাদেশের অবস্থান ১০১তম। গড় আয়ু বিবেচনায় সুখী দেশের তালিকায়ও বাংলাদেশের এবার উন্নতি হয়েছে, ৬৮তম। এই তালিকায় সবার উপরে ফিনল্যান্ড। দেশটি দুটি ক্যাটাগরিতেই শীর্ষে। বাংলাদেশের প্রতিবেশি ভারতের অবস্থান ১৩৯ নম্বরে। পাকিস্তান ১০৫তম, চীন ৮৪তম। ফিনল্যান্ডের পরে তালিকায় থাকা দেশগুলো ডেনমার্ক, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, জার্মানি এবং নরওয়ে। সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান (১৪৯), তারপর জিম্বাবুয়ে (১৪৮), রুয়ান্ডা (১৪৭), বসনিয়া (১৪৬)। ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র তালিকার ১৯তম স্থানে।


Magazine