কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

জাতিসংঘে ফিলিস্তীন-ইসরাঈল শান্তি উদ্যোগ: নেতৃত্বে ফ্রান্স ও সঊদী আরব

post title will place here

২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার: ফিলিস্তীন ও ইসরাঈলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আলোচনা পুনরায় শুরু করতে সোমবার থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে তিন দিনব্যাপী এক গুরুত্বপূর্ণ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স ও সঊদী আরব। সম্প্রতি ফিলিস্তীনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ফ্রান্স। এই প্রেক্ষাপটেই সম্মেলনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রসঙ্গত, ১৯৪৭ সালে জাতিসংঘে ফিলিস্তীনকে বিভক্ত করার প্রস্তাব গৃহীত হয়। সেই অনুযায়ী ১৯৪৮ সালে ইসরাঈল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তবে ফিলিস্তীন রাষ্ট্র এখনও পূর্ণ স্বীকৃতি পায়নি। এএফপির তথ্য অনুযায়ী, জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ফ্রান্সসহ ১৪২টি দেশ ফিলিস্তীনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার যুক্তরাজ্যও সেই তালিকায় যোগ দিতে পারে বলে আশা করা হচ্ছে। কারণ, সম্প্রতি দেশটির ২২১ জন আইনপ্রণেতা নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ফিলিস্তীনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল ব্যারট জানান, ইউরোপের আরও কিছু দেশ ফিলিস্তীনকে স্বীকৃতি দিতে পারে।


Magazine