কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি

post title will place here

গত ৩১ আগস্ট (রোববার রাতে) আফগানিস্তানের কুনার প্রদেশের জালালাবাদ শহরের কাছে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই ৫.২ ও ৪.৫ মাত্রার দুটি আফটারশক অনুভূত হয়। প্রদেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রধান এহসানউল্লাহ এহসান জানান, এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে; সংখ্যাটি আরও বাড়তে পারে।

কুনারের অধিকাংশ বাড়িঘর কাঁচা ইটে নির্মিত হওয়ায় হাজারো ঘরবাড়ি ধসে পড়ে। দুর্গম পাহাড়ি এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনী যুক্ত হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতাল ছাড়াও নানগারহার ও রাজধানী কাবুলে পাঠানো হয়েছে।

এহসান জানান, দেশি-বিদেশি মানবিক সহায়তা সংস্থাগুলো ইতোমধ্যে মাঠে নেমেছে। খাদ্য ও ত্রাণের অভাব নেই; শীঘ্রই সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম শুরু হবে।


Magazine