কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ইবরাহীমী মসজিদ বন্ধ করে দিল ইসরাঈল

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে হেবরন শহরের ইবরাহীমী মসজিদ ফিলিস্তীনী মুছল্লীদের ইবাদতের জন্য বন্ধ করে দিয়েছে ইসরাঈল। ইয়াহূদী নতুন বছর উদযাপন উপলক্ষ্যে এমনটা করা হয়েছে। তবে অধিকৃত শহরটিতে ইসরাঈলী বসতি স্থাপনকারীদের জন্য ইবাদতের স্থান ঠিকই খোলা থাকবে। ফিলিস্তীনীদের মসজিদে ছালাত আদায় করতে দেওয়া হচ্ছে না। এমনকি তাদের উঠানেও ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ অবৈধ বসতি স্থাপনকারীদের ঠিকই সেখানে ঢুকতে অনুমতি দেওয়া হয়েছে। এই স্থানটিকে প্যাটট্রিয়াটিক গুহাও বলা হয়। একসময় এখানে শুধু মুসলিমরা ইবাদত করত। কিন্তু ১৯৯৪ সালে ইসরাঈলী একজন বসতি স্থাপনকারী ২৯ জন ইবাদতকারীকে হত্যার পর এই স্থানটি ইয়াহূদী ও মুসলিমদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এছাড়া ফিলিস্তীনীদের আসা-যাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়। হেবরনের ওল্ড সিটিকে ২০১৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। আর সেখানেই অবস্থিত এই ইবরাহীমী মসজিদ। মুসলিম এবং ইয়াহূদীদের বিশ্বাস, এখানে নবী ইবরাহীম আলাইহিস সালাম-কে সমাহিত করা হয়েছে।


Magazine