মধ্যপ্রাচ্যের তিন দেশ কুয়েত, সঊদী আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর বেশিরভাগ মানুষ শেষ রাতেও নিরাপদ বোধ করেছেন। গ্যালাপের সর্বশেষ বিশ্বব্যাপী নিরাপত্তা সমীক্ষায় এমনই চিত্র উঠে এসেছে। গত ২৪ সেপ্টেম্বর মার্কিন পোলিং সংস্থা গ্যালাপ ‘গ্লোবাল সেফটি রিপোর্ট’ প্রকাশ করে। এতে দেখা গেছে, ২০২৩ সালে কুয়েত জননিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ স্থান পেয়েছে। বিস্ময়করভাবে ৯৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা নিজেদের শহর বা আবাসিক এলাকায় রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন। একইভাবে, সঊদী আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর উত্তরদাতারাও উচ্চস্তরের নিরাপত্তার কথা জানিয়েছেন। সঊদী আরবে ৯২ শতাংশ এবং আরব আমিরাতে ৯০ শতাংশ রাতে বাইরে বের হতে নিরাপদ বোধ করেন। অন্য আরব দেশ বাহরাইন কিছুটা পিছিয়ে ৮৭ শতাংশে রয়েছে। গ্যালাপ সমীক্ষাটি ১৪০টি দেশ ও অঞ্চলজুড়ে ১৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়ে করা। কুয়েতে প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র ৪ শতাংশ হামলা ও ১ শতাংশ চুরির অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তবে সমীক্ষায় দেশটির বাসিন্দাদের পুলিশের প্রতি তাঁদের আস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়নি। চলতি বছরের শুরুতে একাকী নারী ভ্রমণকারীদের জন্য সবচেয়ে নিরাপদ জি-২০ দেশের তালিকায় স্থান পায় সঊদী আরব। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মদীনা পরপর তৃতীয় বছরের জন্য ইনসিউর মাই ট্রিপ কর্তৃক বিশ্বব্যাপী সর্বোচ্চ রেটিং পেয়েছে।