কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আফ্রিকার কোটি মানুষ মারাত্মক দুর্ভিক্ষে

তীব্র খরার কবলে আফ্রিকা। বৃষ্টি না হওয়ায় ফলানো যাচ্ছে না কোনো ফসল। এতে কেনিয়া, সোমালিয়া ও ইথিওপিয়াসহ ওই অঞ্চলের দেশগুলোতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) বলছে, অঞ্চলটিতে এরই মধ্যে দুর্ভিক্ষের মুখে পড়েছে এক কোটি ৩০ লাখের বেশি মানুষ। জরুরী ভিত্তিতে তাদের সহায়তা করা না গেলে অঞ্চলটিতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। একদিকে যখন সাইক্লোন, তুষারঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অঞ্চল, তখন তীব্র খরার কবলে আফ্রিকা মহাদেশ। খাদ্যের অভাবে শুধু মানুষ নয়, পশু-পাখিও আছে চরম কষ্টে। পানির অভাবে মাইলের পর মাইল ধু ধু মরুভূমি। ২ বছর ধরে এখানে বৃষ্টি হচ্ছে না। শুধু ধূলিঝড় হচ্ছে। আফ্রিকার সোমালিয়া, ইথিওপিয়া ও কেনিয়ার পরিস্থিতি সবচেয়ে খারাপ। ১৯৮১ সালের পর এই প্রথম এমন ভয়াবহ পরিস্থিতিতে পড়ছে দেশগুলো। খাদ্য ও পানির অভাবে কঙ্কালসার অবস্থা শিশুসহ বেশিরভাগ মানুষের। খরার কারণে বেশি কষ্টে আছে ইথিওপিয়ার দক্ষিণ-পূর্ব, কেনিয়ার দক্ষিণাঞ্চলসহ মধ্য সোমালিয়ার জনগোষ্ঠী। এসব অঞ্চলে অপুষ্টিজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছে বেশিরভাগ মানুষ।


Magazine