কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সমুদ্রের পানি থেকে তৈরি হবে বিপুল পরিমাণ বিদ্যুৎ!

post title will place here

পরিবেশবান্ধব উপায়ে সমুদ্রের পানি থেকেই বিদ্যুৎ তৈরি করতে চলেছে মাদ্রাজ আইআইটি। সমুদ্রের পানি থেকে ১ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা যাবে। তামিলনাড়ুর তুতিকোরিন সৈকত থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রটি বসানো হয়েছে। সিন্ধুজা-আই নামের একটি যন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হবে। নৌকার মতো দেখতে এই যন্ত্রটিতেও হাল আর বৈঠা আছে। তার মধ্যে রাখা হবে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র। ঢেউ আসলে এই নৌকাটিও ওঠা নামা করবে। সেই সময়ে বৈঠাটি পানি কাটানোর চেষ্টা করবে। এই পরিস্থিতিতে পানির যে গতি আর চাপ তৈরি হবে, সেই চাপকে কাজে লাগাবে নৌকার ভিতরের বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রটি। এইভাবে বিদ্যুৎ তৈরি হয়ে তা কাজে লাগানো যাবে।

 

Magazine