কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

দ্য মুসলিম হিরো

কুরআন পোড়ানো ঠেকাতে জীবনের ঝুঁকি নিয়ে ঝাপিয়ে পড়ল যুবক। মুহূর্তের তার ওপর ঝাপিয়ে পড়ে উগ্রবাদীরা। পরে নরওয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরে উগ্রবাদী সংগঠন ‘স্টপ ইসলামাইজেশন অব নরওয়ে’ একটি কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির এক পর্যায়ে সংগঠনটির প্রধান লার্স থারসেন কুরআন পোড়ানোর চেষ্টা করে। এ ঘটনা দেখতে পেয়ে ছুটে গিয়ে তাকে বাধা দেয় এক মুসলিম যুবক। কুরআন পোড়ানোর চেষ্টায় বাধা দিয়ে প্রশংসায় ভাসছেন এক মুসলিম যুবক। সেদিন বেরিকেড টপকে ওই যুবক লাফ দিয়ে থারসেনের কাছে চলে যায় এবং তার হাত থেকে পবিত্র কুরআনটি কেড়ে নেয়ার চেষ্টা করে। এরপর থারসেন ও তার লোকেরা যুবককে মারতে শুরু করে। পুলিশ এসে থারসেনসহ কয়েকজনকে গ্রেফতার করে। ওই মুসলিম যুবকের নাম ইলিয়াস বলে জানা যায়। অনেকেই তাকে ‘হিরো অব দ্য মুসলিম’ উপাধি দিয়েছেন। শত শত মানুষ এ বিষয়ে পোস্ট দিয়েছেন। কেউ ছবি ও ভিডিও শেয়ার করেছন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই কর্মসূচির বিষয়ে থারসেনকে আগেই পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়েছিল। কিন্তু তিনি তা অম্যান্য করে কুরআন পোড়ানোর পদক্ষেপ নেন।


Magazine