মরুভূমির দেশগুলোতে বৃষ্টিপাত খুবই কম হয়। সবচেয়ে কম বৃষ্টি হওয়া অঞ্চলগুলোর মধ্যে মধ্যপ্রাচ্য তালিকার উপরের দিকেই রয়েছে। তবে এ সমস্যার সমাধানে বিশেষ ড্রোনকে ব্যবহার করবে প্রযুক্তিবিদরা। কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর এ পদ্ধতি উদ্ভাবন করেছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষভাবে তৈরি বেশ কিছু ড্রোন উড়ে যাবে মেঘগুচ্ছের কাছে। এরপর সেখানে ড্রোন থেকে বৈদ্যুতিক শক বা তাপ দেওয়া হবে। যাতে মেঘ গলে যায় আর তা থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে বৃষ্টির সৃষ্টি হয়। এরই মধ্যে ক্লাউড সিডিং প্রযুক্তিরও ব্যবহার করেছে তারা। সংযুক্ত আরব আমিরাতে বছরে সাধারণত ১০০ মিলিমিটার পরিমাণ বৃষ্টি হয়। সার্বিক বিচারে দেশটিতে প্রয়োজনের তুলনায় এটি খুবই কম। তাই তারা ২০১৭ সালে ১৫ মিলিয়ন ডলার খরচ করে পৃথক কয়েকটি বৃষ্টিবর্ধন প্রকল্পের কাজ হাতে নিয়েছিল। এর মধ্যে একটি প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন রিডিং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। প্রকল্পটির লক্ষ্য হচ্ছে মেঘের ফোঁটাগুলোতে বৈদ্যুতিক তাপের ভারসাম্য নিয়ন্ত্রণ করা।