কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

‘ভিজিট মাই মস্ক’ কর্মসূচি : অমুসলিমদের জন্য ২০০ মসজিদের দুয়ার খুলল ব্রিটেন

ব্রিটেনের প্রায় ২০০ মসজিদ অমুসলিমদের জন্য দরজা খুলে দিয়েছে। ইসলাম ধর্মের সাথে অমুসলিমদের পরিচয় করিয়ে দেওয়াই এই কর্মসূচির উদ্দেশ্য। করোনার কারণে দীর্ঘ দুই বছরের বিরতির পর মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের (MCB) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে ‘Visit My Mosque’ কর্মসূচি। শনিবার ও রবিবার ব্রিটেনের ২০০ মসজিদে এই কর্মসূচি চলবে। এই ২ দিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মসজিদগুলো সব ধর্মের মানুষের জন্য দরজা খোলা রাখবে। মসজিদে আসার আমন্ত্রণ জানাতে হ্যাশ ট্যাগ ‘#VisitMyMosque’ লিখে সোশ্যাল সাইটগুলিতে প্রচার চলছে। এক ভিডিও বার্তায় এমসিবি-র মহাসচিব জারা মুহাম্মাদ সবাইকে মসজিদে আসার আমন্ত্রণ জানান। মূলত সব ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে প্রতিবছর এ কর্মসূচির আয়োজন করে ব্রিটেনে মুসলিমদের বৃহত্তম সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন। সর্বশেষ ২০১৯ সালে ‘ভিজিট মাই মস্ক’ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। সেবার মসজিদে ইসলামী প্রদর্শনী, আরবী ক্যালিগ্রাফিসহ নানা ধরনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডসহ বিভিন্ন স্থানের মসজিদগুলো এই দিন সবার জন্য উন্মুক্ত রাখা হয়। মুসলিম কাউন্সিল অব ব্রিটেন সূত্রে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে এ কর্মসূচি প্রথম চালু হয়। প্রথম বছরই মুসলিম-অমুসলিম সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে ‘ভিজিট মাই মস্ক’। প্রথম বছর ব্রিটেনের ২০টি মসজিদ এই কর্মসূচিতে অংশগ্রহণ করলেও বর্তমানে এ সংখ্যা বেড়ে ২০০ হয়েছে। প্রতিবছরই ‘ভিজিট মাই মস্ক’ কর্মসূচিতে যোগ দিয়ে মসজিদগুলো পরিদর্শন করেন স্থানীয় নেতারা।

Magazine