কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কৃত্রিম রক্ত তৈরি করলেন জাপানি বিজ্ঞানীরা: রক্ত সংকটে নতুন আশার আলো

জাপানের নারা মেডিক্যাল ইউনিভার্সিটির গবেষকেরা কৃত্রিম রক্ত তৈরিতে যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন। হিরোমি সাকাইয়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় বিজ্ঞানীরা এমন কৃত্রিম রক্তকোষ তৈরি করেছেন, যা যেকোনো রক্তের গ্রুপেই ব্যবহারযোগ্য—এমনকি বিরল রক্তের ক্ষেত্রেও। যদি এটি সফলভাবে প্রয়োগ করা যায়, তবে রক্ত সংকটের দিন শেষ হতে পারে।

চিকিৎসা বিজ্ঞানে বহুদিন ধরেই কৃত্রিম রক্ত তৈরির প্রচেষ্টা চলছিল। এর আগে ২০২০ সালে আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ এবং ২০২২ সালে কিছু পরীক্ষামূলক প্রয়োগ ঘটলেও, দীর্ঘমেয়াদে কার্যকর রক্ত তৈরি সম্ভব হয়নি। তবে এবার জাপানি বিজ্ঞানীরা দাবি করেছেন, তাদের তৈরি কৃত্রিম রক্ত শুধু কার্যকরই নয়, এটি স্বাভাবিক রক্তের তুলনায় অনেক দিন সংরক্ষণযোগ্যও।

গবেষণার প্রাথমিক ধাপে ১৬ জন স্বেচ্ছাসেবকের শরীরে ১০০ থেকে ৪০০ মিলিলিটার কৃত্রিম রক্ত প্রয়োগ করে মানবদেহের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও এই রক্ত দেখতে লোহিত কণিকার মতো নয়, তবে এটি শরীরের কোষে অক্সিজেন পরিবহণ করতে সক্ষম।

বিশেষত বড় অস্ত্রোপচার, দুর্ঘটনা বা বিরল রক্তের রোগীদের ক্ষেত্রে এই কৃত্রিম রক্ত হতে পারে এক যুগান্তকারী সমাধান। তবে গবেষকেরা সতর্ক করে দিয়েছেন, এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি বা স্বাভাবিক রক্তের সঙ্গে মিশে জটিলতা তৈরির সম্ভাবনা এখনো খতিয়ে দেখা হচ্ছে।

এই উদ্ভাবন সফল হলে চিকিৎসাক্ষেত্রে এটি হবে এক ঐতিহাসিক অগ্রগতি।

Magazine