ইসরাঈল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরাঈলি দুই কারাগার থেকে ২০০ ফিলিস্তীনি বন্দী মুক্তি পেয়েছেন। এর আগে চার ইসরাঈলি নারী সেনাকে মুক্তি দেয় হামাস। ২৫ জানুয়ারি, ২০২৫ ইং, রোজ শনিবার এই ফিলিস্তীনি ও ইসরাঈলিরা মুক্তি পান। ইসরাঈলের অধিকৃত পশ্চিম তীরের অফার কারাগার ও নেগেভ মরুভূমির কাজিয়ত কারাগার থেকে ২০০ ফিলিস্তীনিকে মুক্তি দেওয়া হয়। মুক্ত হওয়া ফিলিস্তীনিদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ রয়েছেন। কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাযায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্য দিয়ে ১৫ মাসের এ যুদ্ধের আপাতত ইতি ঘটেছে। এরপর দ্বিতীয় দফায় ফিলিস্তীনি ও ইসরাঈলিরা মুক্তি পেলেন। এর আগে প্রথম দফায় হামাস তিন যিম্মীকে ছেড়ে দেয়। এর বদলে ইসরাঈলের কারাগারগুলো থেকে মুক্তি পান ৯০ জন ফিলিস্তীনি বন্দী। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ধাপে ধাপে হামাস যিম্মীদের ছেড়ে দেবে। পাশাপাশি ফিলিস্তীনি বন্দীদেরও মুক্তি দেবে ইসরাঈল। ফিলিস্তীনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাঈলি ভূখণ্ডে হামলা চালায় । ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। যিম্মী করে গাযায় নেওয়া হয় ২৫১ জনকে। ওই দিনই গাযা উপত্যকায় নৃশংস হামলা শুরু করে ইসরাঈলি বাহিনী। এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাযায় ৪৭ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তীনি নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই বেসামরিক মানুষ।