কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সুইডেনে কুরআন অবমাননার বিরুদ্ধে বিল পাশ

post title will place here

আমরা প্রায়শ ইউরোপের কয়েকটি দেশে কুরআন মাজীদ পুড়ানো/অবমাননার খবর পাই। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব জুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। এহেন ক্রমবর্ধমান ঘটনায় মুসলিম বিশ্বের ক্ষোভের প্রেক্ষিতে ডেনমার্ক কুরআন পোড়ানোকে নিষিদ্ধ করার বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করে। ডেনমার্ক সরকার মনে করে, এই ধরনের ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই প্রকাশ্যে কোনো ধর্মগ্রন্থ পোড়ানো বা অবমাননার ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাবের ভিত্তিতে পার্লামেন্ট দুই বছরের কারাদণ্ডের আইন পাশ করে। ডেনমার্ক পুলিশের রেকর্ড অনুযায়ী, চলতি বছরের ২১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ডেনমার্কে ধর্মীয় গ্রন্থ পোড়ানো বা পতাকা পোড়ানোর ৪৮৩টি ঘটনা ঘটেছে।


Magazine