ফিলিস্তীনী সশস্ত্র স্বাধীনতা সংগঠন হামাসকে নির্মূলের অভিযানের মাঝে ভারতের কাছ থেকে রকেট ও বিস্ফোরক পেয়েছে ইসরাঈল। ৬ জুন নুসেইরাত আশ্রয়শিবিরে ইসরাঈলী বোমাহামলার পর ফিলিস্তীনী কুদস নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করে। সেখানে ইসরাঈলী যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখানো হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে পরিষ্কারভাবে একটি লেবেল দেখা যায়, যেখানে লেখা ছিল, ‘মেইড ইন ইন্ডিয়া (ভারতে নির্মিত)’।