বর্তমান বিশ্বের শীর্ষ প্রভাবশালী পাঁচশত মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে আম্মানভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’। প্রকাশিত তালিকায় শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের নাম ধারাক্রমে উল্লেখ করা হয়। অবশিষ্ট ৪৫০ জনের নাম ১৩টি ক্ষেত্রে বিশেষ অবদান বিবেচনায় উল্লেখ করা হয়। এবারের বর্ষসেরা মুসলিম ব্যক্তিত্ব হিসেবে ভারতের জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমূদ মাদানী এবং বর্ষসেরা মুসলিম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অনুবাদক আয়েশা আব্দুর রহমান বিউলির নাম ঘোষণা করা হয়। এ বছর প্রভাবশালী ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন সঊদী আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আযীয। দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি মনোনীত হয়েছেন আয়াতুল্লাহ সৈয়দ আলী হোসাইনী খামীনী। তৃতীয় প্রভাবশালী ব্যক্তি হলেন কাতারের আমীর শেখ তামীম বিন হাম্মাদ আল-থানী। চতুর্থ প্রভাবশালী ব্যক্তি হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। পঞ্চম স্থানে রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। ষষ্ঠ স্থানে রয়েছেন আল্লামা মুহাম্মাদ তাক্বী উছমানী। তিনি ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি ইসলামী ফিক্বহ, হাদীছ, অর্থনীতি ও তাসাউফ বিশেষজ্ঞ। তিনি ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীআহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীআহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। সপ্তম স্থানে রয়েছেন মরক্কোর রাজা ষষ্ঠ মুহাম্মাদ। তালিকার ৮ম স্থানে রয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ান। নবম স্থানে রয়েছেন আয়াতুল্লাহ সাইয়িদ আলি হুসাইন আল-সিসতানী।