১৪২তম দেশ হিসেবে ফিলিস্তীনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা। দেশটির সরকার জানিয়েছেন, ফিলিস্তীনের গাযায় ইসরাঈলের যুদ্ধ এবং ফিলিস্তীন ভূখণ্ডে ক্রমশ গভীর হতে থাকা মানবিক সংকট নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তীনের উপ-পর্যবেক্ষক রাষ্ট্রদূত মাজেদ বামিয়া ফিলিস্তীনকে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত জ্যামাইকা সরকারের আনুষ্ঠানিক ঘোষণাপত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন। উল্লেখ্য যে, গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের চার দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান, তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তীনকে স্বীকৃতি দিতে প্রস্তুত।