কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

টানা ৪ বছর দূষিত দেশের তালিকায় প্রথম বাংলাদেশ

টানা ৪ বছর বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকার শীর্ষে বাংলাদেশ। বায়ুদূষণ এবং বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করা সুইস সংস্থা কিউএয়ারের (QAir) সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য ওঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, মধ্য ও দক্ষিণ এশিয়ার বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৪৬টিই এই অঞ্চলে অবস্থিত। এ প্রতিবেদনটি বাতাসের মধ্যে পিএম টু পয়েন্ট ফাইভ (PM2.5) নামে পরিচিত এক ধরনের পার্টিকেল বা সূক্ষ্ম কণার উপস্থিতি হিসেব করে তৈরি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পিএম টু পয়েন্ট ফাইভের গড় বার্ষিক মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। আর ২০২১ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে পিএম টু পয়েন্ট ফাইভের গড় মাত্রা ছিল ৭৬.৯ মাইক্রোগ্রাম। দূষিত দেশের তালিকায় পাকিস্তান ও ভারতের অবস্থান যথাক্রমে তৃতীয় ও পঞ্চম। আর শহরের বিবেচনায় বিশ্বের সবচেয়ে খারাপ বায়ুর মানের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সের (AQI) মাত্রা রেকর্ড করা হয়েছে ২৩২। এছাড়া ২১৯ ও ১৮৩ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং ও পাকিস্তানের লাহোর। একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সেটিকে ‘খারাপ’ বলে গণ্য করা হয়। সেখানে ঢাকার একিউআই স্কোর ২৩২। একইভাবে ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘খুব খারাপ’ বিবেচনা করা হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। আর ঝুঁকিপূর্ণ একিউআই স্কোর বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


Magazine