কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গাযার অর্ধেক নিয়ন্ত্রণ করছে ইসরাঈল, সংকুচিত ভূমিতে আটকে পড়েছে ফিলিস্তীনিরা

post title will place here

ফিলিস্তীনের গাযায় মার্চে যুদ্ধবিরতি ভেঙে দীর্ঘদিনের গণহত্যার যুদ্ধ পুনরায় শুরুর পর থেকে ক্রমশ গাযার নিয়ন্ত্রণ নিচ্ছে দখলদার ইসরাঈল। গত ৭ এপ্রিল, সোমবার লাইভ প্রতিবেদনে তুর্কিভিত্তিক গণমাধ্যম টিআরটি জানিয়েছে, দখলদার বাহিনী এখন গাযার ৫০ শতাংশেরও বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এর সঙ্গে ক্রমশ সংকুচিত জমির টুকরোয় আটকে পড়ছে ফিলিস্তীনিরা। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ইসরাঈলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বৃহত্তম এলাকা থেকে ফিলিস্তীনিদের বাড়িঘর, কৃষিজমি এবং অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। জায়গাগুলো বসবাসের অযোগ্য করে তোলা হয়েছে। পৃথক প্রতিবেদনে টিআরটি জানিয়েছে, আজ গাযার মধ্যাঞ্চল থেকে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ জারি করছে ইসরাঈল। ইসরাঈলি বাহিনী মধ্য গাযার ফিলিস্তীনিদের পালাতে বাধ্য করে চলেছে। সেই সঙ্গে দেইর আল-বালাহ শহর থেকেও নতুন করে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়েছে। ইসরাঈলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই তার এক্স-পোস্টে দেইর আল বালাহের পাঁচটি এলাকা থেকে ফিলিস্তীনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার একটি মানচিত্রও শেয়ার করেছেন।


Magazine