কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

২৪ ঘণ্টার মধ্যেই পবিত্র উমরার ভিসা

আবেদনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পবিত্র উমরার ভিসা দেবে সঊদী সরকার। বিদেশি উমরা যাত্রীদের জন্য এজেন্সি ছাড়াই ভিসা আবেদনের জন্য অনলাইনভিত্তিক ই-ভিসা অ্যাপ চালু করা হবে। উমরা ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হবে। এ ভিসায় উমরা পালন ছাড়াও যাওয়া যাবে সঊদীর অন্যান্য অঞ্চলে। তাছাড়া নির্দিষ্ট অ্যাপের সাহায্যে প্রয়োজনীয় আবাসন ও পরিবহন ব্যবস্থার কাজও সম্পন্ন করা যাবে। আগে হজ্জযাত্রী ও দর্শনার্থীদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে সঊদী আরব আসতে হতো। হজ্জ ও উমরা যাত্রীদের মক্কা-মদীনায় যাতায়াতও এজেন্সির মাধ্যমে হতো। এখন অনলাইনে কোনো ব্যক্তি নিজেই ভিসা ও পছন্দমতো আবাসন ও পরিবহণ বেছে নিতে পারবেন। কোনও এজেন্সির দরকার হবে না। এ বছর সারা বিশ্বের ১০ লাখ মুসলিম হজ্জ পালন করতে পারবেন। এর মধ্যে সঊদী থেকে ১৫ শতাংশ ও সারা বিশ্ব থেকে ৮৫ শতাংশ হজ্জযাত্রী থাকবে।


Magazine