আবেদনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পবিত্র উমরার ভিসা দেবে সঊদী সরকার। বিদেশি উমরা যাত্রীদের জন্য এজেন্সি ছাড়াই ভিসা আবেদনের জন্য অনলাইনভিত্তিক ই-ভিসা অ্যাপ চালু করা হবে। উমরা ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হবে। এ ভিসায় উমরা পালন ছাড়াও যাওয়া যাবে সঊদীর অন্যান্য অঞ্চলে। তাছাড়া নির্দিষ্ট অ্যাপের সাহায্যে প্রয়োজনীয় আবাসন ও পরিবহন ব্যবস্থার কাজও সম্পন্ন করা যাবে। আগে হজ্জযাত্রী ও দর্শনার্থীদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে সঊদী আরব আসতে হতো। হজ্জ ও উমরা যাত্রীদের মক্কা-মদীনায় যাতায়াতও এজেন্সির মাধ্যমে হতো। এখন অনলাইনে কোনো ব্যক্তি নিজেই ভিসা ও পছন্দমতো আবাসন ও পরিবহণ বেছে নিতে পারবেন। কোনও এজেন্সির দরকার হবে না। এ বছর সারা বিশ্বের ১০ লাখ মুসলিম হজ্জ পালন করতে পারবেন। এর মধ্যে সঊদী থেকে ১৫ শতাংশ ও সারা বিশ্ব থেকে ৮৫ শতাংশ হজ্জযাত্রী থাকবে।