কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

অনলাইন জুয়ায় জড়িত দেশের অর্ধকোটি মানুষ

post title will place here

দেশের অর্ধকোটি মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে। মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে যে অনলাইন জুয়া খেলা হয় তার মোট ২ হাজার ৬০০টি জুয়ার সাইট ব্লক করা হয়েছে এবং মোবাইল অ্যাপগুলো প্রতিনিয়ত ব্লক করা হচ্ছে। এটা কন্টিনিউয়াস প্রসেস, চলতে থাকবে’। ‘সরকার জুয়ার সাইট বন্ধ করছেন, দুষ্টচক্র আবার অন্যভাবে খুলছে’— এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘সেটা নিয়ে আমরা যৌথভাবে বসেছিলাম। আমরা ডিপার্টমেন্ট অব টেলিকম, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার, কম্পিউটার কাউন্সিল, বিটিআরসি এবং সাইবার সিকিউরিটি এজেন্সি— সবাইকে নিয়ে বসেছিলাম। যার যতটুকু সক্ষমতা আছে, পুলিশ এবং ইন্টেলিজেন্স, সবাই মিলে সম্মিলিতভাবে একটা ড্রাইভ দিচ্ছি’। 


Magazine