কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

পাঁচ ওয়াক্ত আযানের ধ্বনিতে ফোটে যে ফুল

সুবহানাল্লাহ, মুআযযিনের সুরেলা কণ্ঠে যখন আযানের বাণীগুলো উচ্চারিত হয় তখন এর সঙ্গে ছন্দ মিলে ফুটে এক ফুল। আযানের ধ্বনিগুলো যেন ফুলগুলোকে ইবাদতের জন্য জাগ্রত করে তুলে। প্রতিটি সুমধুর ধ্বনিতে পাপড়িগুলো ক্রমান্বয়ে পরিস্ফুটিত হয়ে উঠে। ফজর, যোহর, আছর, মাগরিব এবং এশা। প্রত্যেক ওয়াক্তের আযানের সঙ্গে সঙ্গে ফুটে এই উদ্ভূত ফুল। আর সে কারণেই ফুলটির নাম দেওয়া হয়েছে ‘আযান ফুল’। আজারবাইজানের এক মুসলিম গ্রামে মুহাম্মাদ আব্দুর রহীমের বাগানে এ ফুলের সন্ধান পাওয়া গেছে, যা আযানের ধ্বনিতে ফোটে। এই ফুল প্রতি পাঁচ ওয়াক্তে আযানের ধ্বনিতে ফোটে। আযানের পর আবার বন্ধ হয়ে যায়। এদিকে এই ফুলকে অনেকেই ইভিনিং প্রাইমরোজ বা সানকাপস বা সানড্রপস নামে চেনেন। ১৪৫ প্রজাতির মধ্যে এটি একটি হলদে রঙের ফুল। ধারণা করা হয় এ ফুলের উৎস আমেরিকাতে। অন্য গানের সুর বা কখনো আযানের মতো করে অন্য কোনো সুর দিয়েও গবেষকরা পরীক্ষা করে দেখেছেন কিন্তু এ ফুল ফোটেনি। এখন পর্যন্ত এর কোনো ব্যাখ্যা নেই বিজ্ঞানীদের কাছে। বিজ্ঞানীরা এ বিষয়ে অনেক গবেষণা করেছেন কিন্তু কখনো এ বিষয়ে কোনো কার্যকরী সূত্র আবিষ্কার করতে পারেনি। তারা এই ফুলের সামনে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মিউজিক বাজিয়ে পরীক্ষা করেছেন, কিন্তু এই ফুল শুধু আযানের সময়ে আযান শুনেই ফোটে এবং আযান শেষে বন্ধ হয়।


Magazine