কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মাঠে খেলছে দুই দল : বাইরেআরেক দল বাজিকর

post title will place here

জয়ের নেশায় আইপিএল, বিপিএল, ইউরোপ নেশন্স কাপ—উয়েফা, স্পেনিশ লিগ, কোপা আমেরিকা কাপ ইত্যাদিতে মাঠে নামে দুই দল। তবে মাঠের বাইরে থাকছে আরও একটি দল যার থাকে তিনটি পক্ষ। একপক্ষে থাকে বাজিকর আর বাকি দুই পক্ষে থাকে ফুটপাতের চা দোকানি থেকে শুরু করে নানা বয়সী শিক্ষার্থীরাও। এই তৃতীয় দলটি পসরা উন্মুক্ত করে হাতিয়ে নিচ্ছে কাঁড়ি কাঁড়ি অর্থ, যার সিংহভাগ পাচার করে দিচ্ছে বিদেশে। অনেক অনলাইন বেটিং সাইট ফ্রি ঢুকা যায়। আবার কতকগুলোতে নিবন্ধন করে ঢুকতে হয়। নিবন্ধন করতেও বেশ টাকা গুনতে হয়। অনেক সাইটে টাকা দিয়ে প্রবেশ করতে পারলেও কিছু সাইট আছে যেখানে ডলার দিয়ে প্রবেশ করতে হয়। বিকাশ, নগদ, রকেট, ভিসা বা মাস্টারকার্ডে কার্ডে পেমেন্ট দিতে হয়। কোনো কোনো বেটিং সাইটে বিট কয়েন দিয়ে অংশ নিতে হয়। একেকটি ম্যাচকে ঘিরে প্রতিদিন কোটি কোটি টাকার বাণিজ্যে নামে মাফিয়ারা। ওয়ান এক্স বেট, বেট থ্রি-সিক্সটি-ফাইভ, মোস্ট বেট বিডি, ৯ উইকেটসসহ প্রায় ১০০ সাইটে আইপিএলের জুয়া চলে। সরকার গত কয়েক বছরে ৩ হাজার ৫০০টিরও বেশি জুয়ার সাইট বন্ধ করেছেন। তবে প্রতিটি সাইট বন্ধ করার পরপরই এ চক্র ভিপিএন দিয়ে সাইটগুলো আবার সচল করে।


Magazine