কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ভারতের পুশইন: আইনবহির্ভূত ও কূটনৈতিক চাপের কৌশল

বাংলাদেশ সীমান্ত দিয়ে অব্যাহতভাবে আইনবহির্ভূত পুশইন চালিয়ে যাচ্ছে ভারত। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ প্রতিবাদপত্র দিলেও তা আমলে নিচ্ছে না দেশটি। বিজিবি-বিএসএফের দফায় দফায় পতাকা বৈঠক সত্ত্বেও চোরাপথে পুশইনের ঘটনা বেড়েই চলেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এসব ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি।

বিজিবির তথ্যমতে, ৭ মে থেকে প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মোট ৯৭৫ জনকে পুশইন করেছে ভারত। এর মধ্যে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুমিল্লা, ফেনী, সাতক্ষীরা, মেহেরপুর ও সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা উল্লেখযোগ্য।

বিশেষজ্ঞদের অভিযোগ, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সরকার ক্ষমতায় থাকলে তারা শান্ত থাকে, সুযোগ-সুবিধা পেলে পুশইন বন্ধ রাখে। কিন্তু সুবিধা না পেলে আবার তা শুরু করে। ১৯৯৩-৯৫ সালে বিএনপি সরকারের সময়ও এমন পুশইনের বিরুদ্ধে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন করা হয়েছিল। বর্তমানেও এমন পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে।


Magazine