কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

নিউইয়র্কের মসজিদগুলোতে মাইকে আযানের অনুমতি

post title will place here

নিউইয়র্কের স্কুলগুলোতে হালাল ফুড সরবরাহ ও ঈদ হলিডের পর এবার নিউইয়র্ক সিটির মসজিদগুলোতে মাইকে আযান দেওয়ার অনুমতি দিয়েছে সিটি কর্তৃপক্ষ, ফালিল্লাহিল হামদ। আর এ ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। উল্লেখ্য, সিটির চলমান নিয়মে শুধু বিশেষ কারণে অনুমতি সাপেক্ষে মাইকে আযান দেওয়া যেত। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে নিয়মিতভাবে মসজিদগুলোতে ছালাত শুরুর আগে আযান দেওয়া যাবে। নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের পরিচালনায় ৩ শতাধিক মসজিদ ছাড়াও অন্যান্য দেশের অভিবাসীদের পরিচালনায় আরো অনেক মসজিদ রয়েছে। জারিকৃত নোটিশে আযানের ভলিউম বা শব্দ সহনীয় পর্যায়ে রাখার অনুরোধ করা হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শহর মিনেসোটায় উচ্চৈঃস্বরে আযানের অনুমোদন দেওয়া হয়। এর আগে সেখানে শুধু সকাল ও সন্ধ্যায় প্রকাশ্যে আযান দেওয়া যেত।


Magazine