কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ধূমপানের হারে বিশ্বে ৮ম বাংলাদেশ

post title will place here

ধূমপায়ী জনসংখ্যার হারের দিক থেকে বিশ্বে অষ্টম বাংলাদেশ। দেশের ৩৯ শতাংশ জনগোষ্ঠীই ধূমপায়ী। ৫২ শতাংশ ধূমপায়ী নিয়ে এ তালিকায় শীর্ষে রয়েছে বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ নাউরু। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ (WPR)-এর তথ্য বলছে, ধূমপায়ী জনগোষ্ঠীর হারে নাউরুর পরই রয়েছে কিরিবাতি (৫২ শতাংশ)। ৪৮ শতাংশ ধূমপায়ী নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে টুভ্যালু। শীর্ষ দশে বাংলাদেশের আগে থাকা দেশগুলো হলো যথাক্রমে মিয়ানমার (৪৫ শতাংশ), চিলি (৪৩ শতাংশ), লেবানন (৪২ শতাংশ) এবং সার্বিয়া (৪০ শতাংশ)। শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশের পরের স্থানে রয়েছে গ্রিস (৩৯ শতাংশ) এবং বুলগেরিয়া (৩৮ শতাংশ)। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ বলছে, সার্বিকভাবে ধুমপায়ীর হার বেশি পাওয়া গেছে এশিয়া ও ইউরোপের বলকান অঞ্চলে। পশ্চিম ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে এই হার সবচেয়ে কম। এদিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পুরুষদের মধ্যে ধূমপায়ীদের হার অনেক বেশি। সে তুলনায় নারীদের মধ্যে এই হার নগণ্য।


Magazine