দেশব্যাপী ছহীহ-শুদ্ধ কুরআন পাঠ শিক্ষা ছড়িয়ে দিতে আদ-দাওয়াহ ইলাল্লহ বর্তমানে ৬০০-এর অধিক মসজিদভিত্তিক মক্তব নির্দিষ্ট সিলেবাসের আলোকে পরিচালনা করছে। আদ-দাওয়াহ ইলাল্লহ-এর অধীনে পরিচালিত ৬০০-এর অধিক মসজিদভিত্তিক মক্তব শিক্ষার্থীদের নিয়ে গত বছরের মতো এ বছরেও মক্তব শিক্ষার্থীদের প্রতিযোগিতা আয়োজিত হয়েছে যা ‘মক্তব অলিম্পিয়াড ২০২৬’ নামে পরিচিত। আদ-দাওয়াহ ইলাল্লহ আয়োজিত ‘মক্তব অলিম্পিয়াড ২০২৬’ আগামী রামাযানে দেশের স্বনামধন্য টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত হবে। ‘মক্তব অলিম্পিয়াড ২০২৬’-এর অডিশন রাউন্ডে সারা দেশব্যাপী ২১টি সেন্টারে প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং আমাদের বিচারকগণ ২১টি সেন্টারে সশরীরে উপস্থিত হয়ে অডিশন রাউন্ডের পরীক্ষা গ্রহণ করেন। অডিশন রাউন্ডের অংশ হিসেবে গত ১৫ই সেপ্টেম্বর আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ রাজশাহী-এর বায়তুল হামদ জামে মসজিদে প্রথম অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়। উক্ত অডিশন রাউন্ড কেন্দ্র আদ-দাওয়াহ ইলাল্লহ-এর পরিচালক শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক হাফিযাহুল্লাহ সশরীরে পরিদর্শন করেন ও পরীক্ষা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। আর বাকি সেন্টারগুলোতে আমাদের বিচারকগণ পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, সাতক্ষীরা, মাদারীপুর, ময়মনসিংহ, ঢাকা ও কুমিল্লায় পরীক্ষাগ্রহণ করেন। অডিশন রাউন্ডে বিজয়ী শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ জন শিক্ষার্থী নির্বাচিত হবে গ্রুমিং রাউন্ডের জন্য এবং ৪০ জন শিক্ষার্থী থেকেই নির্বাচিত হবে আমাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী প্রতিযোগী।
