কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় এবার ইসরাঈলি খেজুর বয়কট (মুসলিম বিশ্ব)

post title will place here

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, রামাযান মাসে অনেক দেশের মুসলিম সম্প্রদায় ইসরাঈলি পণ্য বর্জন করছেন। এই তালিকায় এবার যুক্ত হয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। দেশ দুটির বেশির ভাগ মানুষই ইসরাঈল থেকে আমদানি হওয়া খেজুর কেনা বর্জন করেছেন। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মালয়েশিয়ায় এক ব্যক্তিকে ভুল লেবেলে ইসরাঈলের খেজুর বিক্রির অভিযোগে গ্রেফতার করেছে দেশটির কাস্টমস বিভাগ। অন্যদিকে, ইন্দোনেশিয়ার মুসলিম নেতারা দেশটির জনগণকে ইসরাঈলি পণ্য আমদানি বর্জন করার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ফলে মালয়েশিয়ায় ইসরাঈলি পণ্য বর্জন ব্যাপক মাত্রা পেয়েছে। ইসরাঈলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অনেক কোম্পানির বিক্রিতে ধস নেমেছে। ইন্দোনেশিয়াতেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ইসরাঈলি খেজুর বর্জনে প্রচারণা চলছে। দেশটির সামাজিক চ্যাট গ্রুপগুলোতে অভিযোগ করা হচ্ছে, ইন্দোনেশিয়ায় ইসরাঈলের খেজুর বেনামে বিক্রি করা হচ্ছে। এসব খেজুর বর্জন করুন। দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয়বিষয়ক মন্ত্রী আরমিজান মুহাম্মদ আলী বলেন, ‘যারা ইসরাঈলি পণ্য বিক্রি করে ভোক্তাদের বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’। অন্যদিকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ ধর্মীয় সংস্থা ইন্দোনেশিয়ান কাউন্সিল অব উলামা (এমইউআই) এবং বৃহত্তম মুসলিম গণ সংগঠন নাদহাতুল উলামা ইসরাঈল থেকে আমদানি করা খেজুরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নাদহাতুল উলামার চেয়ারম্যান আহমেদ ফাহরুর রোজি বলেন, ‘ফিলিস্তীনি জনগণের সঙ্গে সংহতি দেখানোর এটাই (ইসরাঈলি পণ্য বর্জন) সবচেয়ে শান্তিপূর্ণ পথ’।

Magazine