কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মদীনায় স্বর্ণ ও তামার খনি আবিষ্কার

সঊদী আরবে সন্ধান মিলেছে নতুন সোনা এবং তামার খনি। সঊদী জিওলজিক্যাল সার্ভে (SGS) জানায়, মদীনা শহরের আবা আল-রাহা অঞ্চলের উম্ম আল-বারাক হেজাজে মিলেছে সোনার খনির সন্ধান। একই সঙ্গে ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায়ও আবিষ্কৃত হয়েছে চারটি তামার খনি। ভূতাত্ত্বিক সংস্থাটি জানায়, এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে চ্যালকোসাইট (Cu2S) খনিজ। আরও আছে মাঝারি মানের কপার কার্বোনেট খনিজ। বিপুল পরিমাণ তামা, দস্তা, সোনা এবং রূপার মজুত আছে উম্ম আল-দামারে। মদীনায় অবস্থিত এই জায়গাটির আয়তন ৪০ বর্গকিলোমিটারেরও বেশি। সঊদী আরবের বার্ষিক তামা এবং দস্তা কেন্দ্রীভূত উৎপাদনের পরিমাণ ৬৮ হাজার টন। পাশাপাশি দুই কোটি ৪৬ লাখ টন ফসফেট আকরিক উত্তোলন করা হয় যা দিয়ে ৫২ লাখ ৬০ হাজার টন ফসফেট সার উৎপন্ন হয়। ফসফেট সার উৎপাদনে সঊদী আরব বিশ্বে শীর্ষ পাঁচে অবস্থান করছে। মন্ত্রণালয়ের খনির পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুসারে, সাইটটির প্রত্যাশিত বিনিয়োগের আকার ২০০ কোটি সঊদী রিয়াল এবং এটি প্রায় ৪ হাজার নতুন কর্মসংস্থান তৈরি করবে। উল্লেখ্য, সঊদী আরবে প্রায় ৫ হাজার ৩০০টি খনিজ পদার্থের সন্ধান মিলেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধাতু, অধাতু শিলা, নির্মাণ সামগ্রী, আলংকারিক শিলা এবং রত্নপাথর।


Magazine