ফিলিস্তীনের প্রাচীন শহর হেবরনের ঐতিহাসিক ইবরাহীমী মসজিদে ২০২২ সালে ২৬২ বার হামলা চালিয়েছে ইসরাঈলের সেনাবাহিনী ও ইয়াহূদী বসতি স্থাপনকারীরা। আর ইবরাহীমী মসজিদে ৬১৩ বার আযানে বাধা দিয়েছে এবং ১০ দিনের জন্য মসজিদটি বন্ধ করেছে তারা। জেরুজালেমের পবিত্র আল-আক্বছার পর ইবরাহীমী মসজিদ ফিলিস্তীনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। ২০২২ সালে মসজিদটির ছাদে একাধিকবার ইসরাঈলী পতাকাও ওড়ানো হয়েছে। ফিলিস্তীনের পশ্চিম তীরের অন্তত ২৪টি মসজিদে হামলা চালিয়েছে যায়নবাদীরা। ১৯৯৪ সালে ইবরাহীমী মসজিদে মুছল্লীদের ওপর উগ্রপন্থী ইয়াহূদীরা হামলা চালিয়ে ২৯ জনকে হত্যা করেছিল।