কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বায়ুদূষণে প্রত্যাশিত আয়ু কমতে পারে প্রায় ৭ বছর

post title will place here

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষের প্রত্যাশিত আয়ু কমে যেতে পারে পাঁচ বছরেরও বেশি। বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলোর একটি হলো এই দক্ষিণ এশিয়া। বিশ্বে বায়ুদূষণের কারণে যত মানুষের আয়ু কমেছে, তার অর্ধেকই এই অঞ্চলের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নেপালে। এক গবেষণায় বলা হয়েছে, দ্রুত শিল্পায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির হার এই অঞ্চলের বায়ুদূষণের পরিমাণকে বাড়িয়ে দিয়েছে। যার ফলে এই অঞ্চলের বায়ুমান অনেক নেমে গেছে। এই অঞ্চলে পার্টিকুলেট পলিউশন বা কণাদূষণ চলতি শতকের শুরুর দিকে যা ছিল তার চেয়ে ৫০ শতাংশ বেশি হয়েছে, যা এই অঞ্চলে সবচেয়ে বড় স্বাস্থ্যগত হুমকি তৈরি করেছে। গবেষণা বলছে, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে বায়ুদূষণের কারণে গড়ে ৬ দশমিক ৮ বছর করে প্রত্যাশিত আয়ু কমতে পারে, যেখানে একই কারণে যুক্তরাষ্ট্রের মানুষদের আয়ু কমতে পারে মাত্র ৩ দশমিক ৬ মাস। বাংলাদেশে আয়ু কমার আশঙ্কা থাকলেও পাকিস্তানিদের আয়ু বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নেপালিদের আয়ুও বাড়তে পারে। দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ার অন্যতম জনবহুল দেশ চীন ২০১৩ সাল থেকে ২০২১ সালের মধ্যে বায়ুদূষণের হার ৪২ দশমিক ৩ শতাংশ কমিয়ে আনতে চমৎকার কাজ করেছে।


Magazine