উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের কয়েকটি এলাকাকে ‘ইসরাঈলী পণ্যমুক্ত অঞ্চল’ ঘোষণা করে ফিলিস্তীনের প্রতি সংহতি প্রকাশ করেছে স্থানীয় সোশ্যালিস্ট রিপাবলিকান সংগঠন লাসাইর ডের্গ। সংগঠনটি জানায়, ‘আমরা বেলফাস্টের বেশকিছু এলাকাকে ইসরাঈলী পণ্যমুক্ত অঞ্চল ঘোষণা করেছি। ফলে এসব এলাকায় ইসরাঈলী পণ্য মজুদ বা বিক্রি করা হবে না। স্থানীয় ক্ষুদ্র দোকান থেকে শুরু করে বড় বড় সুপারমলেও এ কার্যক্রম চলবে। বিশ্বব্যাপী ন্যায়বিচারের প্রতি স্থানীয় প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা বিষয়টির ওপর কড়া নজর রাখব’। উত্তর আয়ারল্যান্ডের এ সংগঠনটি জানায়, ফিলিস্তীনে ইসরাঈল যে ইচ্ছাকৃত গণহত্যা ও জাতিগত নির্মূলে অভিযান চালাচ্ছে, আমাদের এ কার্যক্রম তার সরাসরি প্রতিক্রিয়া। ভবিষ্যতে ইসরাঈলী পণ্য বয়কটে আরও বেশি কাজ করা হবে বলে জানায় লাসাইর ডের্গ। সংগঠনটির এক মুখপাত্র জানান, ‘এটি কোনো রাজনৈতিক বিবৃতি নয়, বরং এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ও স্বাধীনতার জন্য ফিলিস্তীনিদের লড়াইকে সমর্থন করার চেষ্টা’। বেলফাস্টের একজন ব্যবসায়ী বিষয়টিকে ইতিবাচক বলে মন্তব্য করেন। বৃহত্তর একটি সংগ্রামের অংশ হতে পেরে নিজেকে গর্বিত দাবি করে তিনি বলেন, ‘কোনো নৈতিক ইস্যুতে আমাদের সম্প্রদায়কে এভাবে একত্রিত দেখতে পাওয়া বেশ অনুপ্রেরণাদায়ক’। লাসাইর ডের্গ জানায়, আরও অনেক এলাকাকে ‘ইসরাঈলী পণ্যমুক্ত অঞ্চল’ ঘোষণা করতে কাজ চলছে। সংগঠনটি আরও জানায়, ‘এটি কেবল ফিলিস্তীনের জন্যই নয়, বরং পুরো বিশ্বে যারা নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছেন, তাদের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে’।