ময়মনসিংহ, কক্সবাজার ও বাগেরহাটে চারটি সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে সরকারের ব্যয় হবে ১৪ হাজার ৬১ কোটি ৬০ লাখ টাকা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ২৪০ মেগাওয়াট, বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ১০০ মেগাওয়াট, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ৩০ মেগাওয়াট এবং পিডিবির কক্সবাজার জেলার সদর উপজেলায় ৫০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। উল্লেখ্য, এর আগে গত ২৮ সেপ্টেম্বর দিনাজপুর জেলার বড়পুকুরিয়া, বান্দরবানের লামা ও ফেনীর সোনাগাজী উপজেলায় তিনটি পৃথক সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ট্যারিফ বা শুল্ক অনুমোদন দেয় সরকার। এসব সৌরবিদ্যুৎকেন্দ্রে মোট ব্যয় ধরা হয় ১৫ হাজার ৭২০ কোটি টাকা।